সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতয় পরিচালিত এ উপজেলা হতে
(ক) বয়স্ক ভাতা কর্মূচির মাধ্যমে মোট ৯৯৬৫ জন
(খ) বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা কর্মূচির মাধ্যমে মোট ৫৬১৯জন
(গ) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মূচির মাধ্যমে মোট ২১৪৬জন এবং
(ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মূচির মাধ্যমে মোট ১৫৪ জনকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছ ।
দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি :
দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
(ক)পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান ৩,০২,৭৮,১৯৯/-(তিন কোটি দুই লক্ষ আটাত্তর হাজার একশত নিরানব্বই) টাকা; যা এ উপজেলার পশ্চাদপদ ৯,৭৬২ টি পরিবারকে এবং
(খ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুণর্বাসন কার্যক্রমের আ্ওতায় পরিচালিত ঋণ কার্যক্রমে এ উপজেলায় সর্বমোট বরাদ্দকৃত অর্থের পরিমান ৩২,৭৭,৮৩৭ /- (বত্রিশ লক্ষ সাতাত্তর হাজার আটশত সাইত্রিশ) টাকা; যা এ উপজেলার পশ্চাদপদ ৩১৫ জন দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিকে ঋণদানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।
প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ :
প্রতিবন্ধিতা সরাক্তকরণ জপি কর্মসূচির মাধ্যমে বাগমারা উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা - ৩৪১৪ জনকে সনাক্ত করা হয় এবং তাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ও কমিউনিটি ক্ষমতায়ন :
এ উপজেলায় ৮৫ স্বেচ্ছাসেবী সংগঠণকে নিবন্ধন প্রদান করা হয়েছে। যে সংস্থাগুলি সমাজে বিভিন্ন সামাজিক সচেতনামূলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ সামজিক উন্নয়নে গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস