১) আর,এস,এস : পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কাযক্রম (আর,এস,এস)
২) পল্লী মাতৃকেন্দ্র: নারীর ক্ষমতায়ন, প্রশিক্ষন ও দক্ষতা বৃদ্ধি, সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান এর মাধ্যমে নারীদের আর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের নিমিত্তে ‘‘ পল্লী মাতৃকেন্দ্র কায্যক্রম।
৩) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পূর্ণবাসন কায্যক্রম।
৪) বয়স্ক ভাতা কায্যক্রম।
৫) বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা।
৬) অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা ৫০ বৎসর উর্দ্ধে।
৭) ৫০ বৎসর উর্দ্ধ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা।
৮) ৫০ বৎসর তদুর্দ্ধ হিজড়া জনগোষ্ঠীর ভাতা।
৯) প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি।
১০) অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি।
১১) হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি।
১২) স্বেচ্ছাসেবী সংস্থা ও এতিমখানা নিবন্ধন।
১৩) বেসরকারী এতিমখানার নিবাসীদের ক্যাপিটেশন গ্রান্ট।
১৪) স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা সমূহের অনুদান।
১৫) হাসপাতাল সমাজসেবা কায্যক্রম।
১৬) প্রবেশন ও আফটার কেয়ার কায্যক্রম।
১৭। শিশু কল্যান বোর্ড
১৮) চাইল্ড সেনসেটিপ প্রটেকশন ব্যবস্থা।
১৯) ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ,স্টোকে প্যারালাইসড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন অনুদান।
২০) সমাজকল্যান পরিষদ হতে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের অনুদান প্রাদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস